নুরুজ্জামান খান,প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী) :
বাংলাদেশ এ্যাক্রেডিটেশনকা উন্সিল এর আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘‘মোটিভেশনাল অন এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন’’ শীর্ষকওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিষ্টার মোঃ এমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩১ মে (বুধবার) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিল এর সদস্য প্রফেসর ড. এস এম কবির এর সভাপতিত্বে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে দক্ষতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা তৈরিতে সহায়ক হয় এমন বিষয়াবলীকে কোর্স কারিকুলামে অর্ন্তভুক্ত করতে হবে। ওয়ার্কশপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন, ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিল এর পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিল এর উপ-পরিচালক ড. রিতা পারভিন।