মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দু’দিনব্যাপী “ স্মার্ট বাজেটিং এ্যান্ড ফিন্যান্সিয়াল কমপ্লাযেন্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিএসসি) আয়োজিত কৃষি অনুষদের সেমিনার কক্ষে অধ্যাপক ড. মাহবুব রাব্বানির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো.আব্দুল মাসুদ। ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রশিক্ষণের সেশন পরিচালনায় ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশনের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার। প্রথম দিনে তিনি সরকারি আইন, অধ্যাদেশ, বিধি-বিধান, আর্থিক ক্ষমতা বণ্টন, বাজেট ব্যবস্থাপনা কাঠামো এবং হিসাবরক্ষণ পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে অর্ধ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে।