কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় (পবিপ্রবি)’র ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সহকারী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। গতকাল (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দেয়া পদত্যাগপত্রে তিনি একাধিক অভিযোগ তুলে ধরেন।
পত্রে তিনি উল্লেখ করেন, ছাত্র বিষয়ক উপদেষ্টার মৃত্যুর পর দায়িত্বপ্রাপ্ত অবস্থায় তাঁকে উপেক্ষা করে তাঁর জুনিয়রকে ‘পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা’ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা তার জন্য অত্যন্ত অসম্মানজনক ও বিব্রতকর।
পবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন এর মুঠোফোনে একাধিক কল করলে তিনি রিসিভ করে নাই।
ড. এ. বি.এম সাইফুল বলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা জিল্লুর রহমান এর মৃত্যুর পর আমিই দায়িত্ব পালন করে আসছি অথচ গত ৬আগষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এক পত্রের মাধ্যমে জানতে পারি জামাতপন্থী এক প্রফেসরকে ছাত্র উপদেষ্টা পদে দায়িত্ব দিয়েছেন যিনি একাডেমিকেলী আমার জুনিয়ার। এমতাবস্থায় একজন জুনিয়রের অধিনে আমার পক্ষে ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অসম্মানজনক এবং বিব্রতকর। ফলে তিনি উক্ত পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
২০০৭ সালের ১ মার্চ প্রভাষক হিসেবে যোগদান করার পর ২০১৪ সালের ৯ ডিসেম্বর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ফ্যাসিবাদীদের হাতে লাঞ্ছিত হন ও চাকরি হারান। প্রায় এক দশক পর, ২০২৪ সালের ৮ আগস্ট তিনি সহকারী অধ্যাপক পদে পুনর্বহাল হন।