BMBF News

পবিপ্রবির শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি অধ্যাপক জেহাদ ও সাধারণ সম্পাদক ড. মোঃ আসাদুজ্জামান নির্বাচিত

২৬
 নুরুজ্জামান খান,  দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ মে ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে এবং রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান।
সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ ১৩৭ এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মোঃ এস.এম. হেমায়েত জাহান ১৩৪, কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হাসান ১১৪, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোঃ আরিফুল আলম ১১১, দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান ১০৭, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক ১১৯, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মমিন উদ্দিন ১২৬, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. কাজী শারমিন আক্তার ১১৩ ভোট। সদস্য পদে অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ ১৫৩, প্রফেসর মোঃ জামাল হোসেন ১৪১, অপরাজিতা বাঁধন ১২৫, প্রফেসর মোঃ আঃ লতিফ ১২৫, প্রফেসর মোঃ মেহেদী হাসান ৯৯, ড. মিলটন তালুকদার ৯১ এবং মোঃ রবিউল ইসলাম রুবেল ৮৮ ভোট।
পবিপ্রবির শিক্ষক সমিতির ১৫টি পদে মোট ২৫ জন প্রার্থী দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামীলীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
২য় বারের বিজয়ী সভাপতি অধ্যাপক ড. জেহাদ পারভেজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থী তথা সবার মধ্যে মেলবন্ধন তৈরীতে বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করতে গত কমিটিতে প্রায় ৬০-৮০% কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি, সেই আস্থা থেকেই আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আশা রাখি বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এ শিক্ষক সমিতি কার্যকরভাবে কাজ করবে।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া বলেন, আমাকে নির্বাচিত করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।