রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম, আইটি) সাকিল আহমেদ এবং লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে সাকিল আহমেদকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। তিনি খিলক্ষেত থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার ২ নম্বর এজাহার নামীয় আসামি। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
একই দিন রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে আরিফুল ইসলামকে সেনাবাহিনী গ্রেপ্তার করে। তিনি খিলক্ষেত থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্ত।
গত কয়েক মাস ধরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অভিন্ন সার্ভিস কোড ও চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছিলেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ‘ব্ল্যাক আউট’ ঘোষণা করেন, যা গ্রাহকদের ভোগান্তিতে ফেলেছিল।
উল্লেখ্য, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বৃহস্পতিবার আরিফুল ইসলামকে বহিষ্কার করে।