BMBF News

পায়রা নদীর ভাংগন কবলিত আলগী এলাকার মানুষের পাশে প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)

২৬
কামাল হোসেন বিষয় প্রতিনিধি:

 

 

 

পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার পায়রা নদীর ভাংগন কবলিত এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।

শুক্রবার (২২ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় পায়রা নদীর ভাংগন কবলিত আলগী এলাকার পায়রার পাড়ে উপস্থিত হন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) সহ এবিপার্টির পটুয়াখালী জেলার নেতৃবৃন্দ।
খবর পেয়ে এলাকার বিভিন্ন বয়সীর শ্রেনী পেশার নারী পুরুষ পায়রার পারে একত্রিত হয়ে তাদের দুখ দুর্দশার কথা তুলে ধরেন।
প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) উপস্থিত এলাকার মানুষের কথা শুনে এবং স্বচক্ষে ভাংগন এলাকা দেখে বলেন, পায়রার ভাংগনে আজ আলগী গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হতে চলছে। ভাংগনের কারনে অনেক পরিবারই দেশের বিভিন্ন এলাকায় চলে যেতে হয়েছে। আমি কথা দিলাম পায়রার ভাংগন রোধ করে আলগী গ্রাম কে বাঁচাতে আপনাদের পাশে থেকে যা যা করণীয় তাই করবো। সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে দেখা করে এ দুর্ভোগের কথা তুলে ধরার আশ্বাস দেন তিনি।
এসময় এবিপার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সহকারী সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান, সদস্য আবু হানিফ জয়, মেহেদী হাসান কাওছার সহ এলাকার শতাধীক নারী পুরুষ উপস্থিত ছিলেন।