BMBF News

পুলিশের বাধা উপেক্ষা করে হিযবুত তাহরীরের মিছিল, সংঘর্ষে টিয়ারশেল ও লাঠিচার্জ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল ঠেকাতে আগেভাগেই হুঁশিয়ারি দিলেও পুলিশের বাধা ভেদ করে তারা রাস্তায় নামে।

শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়। প্রথমে পুলিশের একটি দল বাধা দেওয়ার চেষ্টা করলেও বিশাল মিছিলের চাপে তারা পিছু হটতে বাধ্য হয়। পল্টন মোড়ে আরও পুলিশ সদস্য মোতায়েন করা হলেও মিছিল বিজয়নগরের দিকে এগিয়ে যায়। পরে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে ও লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে।

এ সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়। দৈনিক কালবেলার প্রতিবেদক সুশোভন অর্ক পেটে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে আহত হন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার শাহরিয়ার আলী জানান, সংঘাত থেমে গেছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা থেকে তিনজনকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

শুক্রবার সকালে থেকেই বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়। র‍্যাব, পুলিশ ও সেনা সদস্যরা মসজিদের ফটকে অবস্থান নেয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়। পুলিশ ও র‌্যাবের সদস্যদের হাতে গ্যাসগান, শটগানসহ দাঙ্গা দমনের সরঞ্জাম দেখা যায়।

তবে মিছিল শুরু হলে পুলিশের বাধা অতিক্রম করে মিছিলকারীরা স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যায়, যা পরে সংঘর্ষের মাধ্যমে শেষ হয়।