গাজীপুর মহানগরের পূবাইল থেকে ডাকাতি হওয়া একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। রবিবার গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন: ১. সুনামগঞ্জ জেলার শাল্লা থানার চরগাঁও গ্রামের আইনুরের ছেলে রানা (২৫), ২. শরীয়তপুর জেলার নড়িয়া থানার পূর্ব চন্ডীপুর এলাকার আতর আলী ফকির চাদের ছেলে শাওন ওরফে কোরবান (৩২), ৩. গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান গ্রামের জাকিরের ছেলে জুনায়েদ (২০), ৪. ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার শিনুয়া গ্রামের মোঃ সুজাতের ছেলে মোঃ তুষার (২৪), ৫. গাজীপুর জেলার পূবাইল থানার পদহারবাইদ গ্রামের আরিফুল ইসলামের ছেলে হিমেল মিয়া (২৯), ৬. গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান গ্রামের মজিবরের মেয়ে সেলিনা (৪৯)।
রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যায় যাত্রী বেশে একজন ডাকাত মোটরসাইকেল রাইড শেয়ার করেন। পরে, মোটরসাইকেলটি পূবাইল থানাধীন মাজুখান রেলগেইট সংলগ্ন পাকা রাস্তার ওপর পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া ৭/৮ জন ডাকাত মোটরসাইকেল চালককে খুন-জখমের ভয় দেখিয়ে মোটরসাইকেলটি ছিনতাই করে এবং চালককে একটি বাসায় নিয়ে মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় ভুক্তভোগী মোটরসাইকেল চালক বাদী হয়ে পূবাইল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের ৬ জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও পূবাইল থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।