BMBF News

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সকল স্কুল অন্তর্ভুক্তির দাবি

১৮
নিজস্ব প্রতিবেদক :

 

 

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সকল স্কুল অন্তর্ভুক্তির দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পক্ষে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

 

লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয়। লিখিত বক্তব্যে তিনি সকল প্রতিষ্ঠানকে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণেরসুযোগ প্রদানের কথা বলেন। সংগঠনের সি. যুগ্ম মহাসচিব এএসএম তুহিনের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান হামিদুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একই দাবিতে জোড়ালো বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ড.এল.এম কামরুজ্জামান।

২২শে জুলাই, ২০২৫ খিঃ মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয় তাঁর লিখিত বক্তব্যে বলেন, গত ১৭ জুলাই ২০২৫ ইং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর তারিখ উল্লেখ পূর্বক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমরা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পক্ষ থেকে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সেই সাথে কঠোর হুশিয়ারি উচ্চারণ করছি যে, অবশ্যই সারা দেশের সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানকে এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। আগামী সাত কার্যদিবসের মধ্যে উক্ত প্রজ্ঞাপন বাতিল করে সকল প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় আমাদের কর্মসূচী ধারাবাহিকভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সি: যুগ্ম মহাসচিব এ.এস.এম তুহিন ও মোঃ রফিকুল ইসলাম রুনু, সাংগঠনিক সচিব মুহাম্মদ আলমগীর হোসেন হেলাল, শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, পিইসিই পরীক্ষায় কিন্ডারগার্টেনের ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় অনেক ভালো এবং দেশে বিদেশে প্রাথমিক শিক্ষায় সরকারের যে সাফল্য ও সুনাম রয়েছে তার প্রায় অর্ধেক অবদানই কিন্ডারগার্টেন সমূহের রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করে সংগঠনের চেয়ারম্যান ড.এল.এম কামরুজ্জামান কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে সরকারের যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করেন।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান বাবু, মোঃ মামুনুর রশিদ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ নজরুল ইসলাম গুরু, সৈয়দ ইমাম মেহেদী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নাসিম, মোহাম্মদ আলী, মোঃ আলী আকবর ও আব্দুস সালাম, আইন বিষয়ক সচিব মোঃ মোখতার মোস্তাফী, উম্মে কুলসুম লিপি, আরিফুল ইসলাম বাদশা, মোঃ হায়দারুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ এরশাদ হোসেন, এম.এম ইব্রাহীম খলিল, মোঃ আনোয়ার হোসেন, মুসফিকা খানম, আমিনা ইসলাম তামান্না প্রমুখ।