BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফুলগাজীতে দিনব্যাপী ধানের শীষের পক্ষে গণসংযোগ ও অনুদান দিলেন আরিফুর রহমান

“আমি এমপি-মন্ত্রী হতে আসিনি, সমাজসেবা ও বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের ভোট চাইতেই এসেছি” এই বার্তা নিয়ে ফেনীর ফুলগাজীতে দিনব্যাপী সফরে এসেছিলেন বিজিএমইএ’র পরিচালক ও ম্যাগপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা থেকে নিজ এলাকায় এসে তিনি প্রথমে বাশুড়া হাফেজিয়া মাদ্রাসা ও পরে দক্ষিণ দৌলতপুর তালিমুল মাদ্রাসা পরিদর্শন করেন। দুটি মাদ্রাসায় তিনি মোট এক লাখ টাকা অনুদান দেন। এ সময় ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ তার সঙ্গে ছিলেন।

দুপুরে উত্তর দৌলতপুর জামে মসজিদের উন্নয়নকাজে আরও ৫০ হাজার টাকা অনুদান দিয়ে তিনি নিজ বাড়ির মসজিদে জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে আরিফুর রহমান বলেন, “আমার লক্ষ্য মানুষের সেবা করা, এমপি-মন্ত্রী হওয়া নয়। আমি খালেদা জিয়ার পক্ষে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।”

বিকেলে তিনি পরশুরাম ও বিলোনিয়া সীমান্ত এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষের পক্ষে ভোট চান।
উপজেলা বিএনপির নেতা গোলাম রসুল মজুমদার গোলাপ বলেন, “আরিফুর রহমান এলাকায় এলে উন্নয়নমূলক কাজ হয়, মানুষ উপকৃত হয়।”

দিনব্যাপী সফর শেষে রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »