BMBF News

বইমেলায় ‘বাগবিতণ্ডা-হট্টগোলের’ তীব্র নিন্দা প্রধান উপদেষ্টার

১২

অমর একুশে বইমেলার একটি স্টলে ‘বাগবিতণ্ডা-হট্টগোলের’ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার দপ্তর জানিয়েছে, “এ ধরনের বিশৃঙ্খল আচরণ নাগরিক অধিকারের প্রতি এবং দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রকাশ করে।”

সোমবার রাতে সরকার প্রধানের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার।”

সোমবার একুশে বইমেলায় ‘তৌহিদী জনতা’ নামে একদল ব্যক্তি ‘সব্যসাচী প্রকাশনীর’ স্টলে হামলা চালায়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে স্টলটি বন্ধ রাখা হয়। পরে পুলিশ ওই প্রকাশনীর মালিককে নিরাপত্তা হেফাজতে নেয়।

জানা গেছে, ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতার বই বিক্রির অভিযোগে ওই প্রকাশনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কিছু ব্যক্তি। এর আগে প্রকাশনীর মালিককে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতিতে বলা হয়, “একুশে বইমেলা লেখক-পাঠকদের প্রাণের মেলা। এটি সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তাবিদ, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষের মিলনস্থল। বইমেলায় এমন অপ্রীতিকর ঘটনা দেশের সাংস্কৃতিক চর্চার জন্য হুমকিস্বরূপ এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি অবমাননার শামিল।”

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। কথিত আন্দোলন এবং সংঘবদ্ধ বিশৃঙ্খল আচরণ কঠোরভাবে মোকাবিলা করা হবে। রাষ্ট্রকে অকার্যকর প্রমাণের চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না।”