নিজস্ব প্রতিবেদক :
ঢাকা ১১ আসনে বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করায় (২৪ শে জানুয়ারি) বুধবার ওয়াকিল উদ্দিনকে সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুংগীপাড়ায় অবস্থিত মাজারে ফুলের শ্রদ্ধা অর্পণ করেন রামপুরা থানা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ ইব্রাহিম খান তুষার।
ফুলের শ্রদ্ধা অর্পনের পরে ইব্রাহিম খান তুষার সাংবাদিকদের বলেন,
বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন সাহেব একজন ভালো মানুষ তাই জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকার মাঝি হিসেবে ঢাকা ১১ আসনে পাঠিয়েছেন। তাই আমরা রামপুরা থানা মৎস্যজীবী লীগ তথা মহানগর মৎস্যজীবীলীগ একসাথে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে তাকে জয়লাভ করিয়েছি।
যার জন্ম না হলে বাংলাদেশের মানুষ একটি সার্বভৌমত্বময় বাংলাদেশ পেতো না তাছাড়া বাংলাদেশে আওয়ামী লীগেরও জন্ম হতো না।
এজন্য বিপুল ভোটে ওয়াকিল উদ্দিন এমপি হওয়ার কারণে তাকে নিয়ে আমরা রামপুরা থানা মৎস্যজীবী লীগ বঙ্গবন্ধুর মাজারে ফুলের শ্রদ্ধা অর্পণ করেছি।
বঙ্গবন্ধুর মাজারে ফুলের শ্রদ্ধা অর্পণের সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি লায়ন মো: দেলোয়ার হোসেন বাড্ডা, ভাটারা, রামপুরা থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা।