BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির অভিবাসন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। এই দেশগুলোর নাগরিকরা পর্যটক, শ্রমিক বা ব্যবসায়িক ভিসার জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আবেদন করতে পারবেন না।

আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞার কোনো কারণ জানায়নি। তবে বিভিন্ন সূত্রের বরাতে কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করা হচ্ছে:

নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ বা অবৈধ কার্যকলাপ থেকে দেশের নাগরিকদের সুরক্ষিত রাখা।
ভূরাজনৈতিক সম্পর্ক: কিছু দেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন।
স্বাস্থ্যবিধি: কোভিড-১৯ পরবর্তী সংক্রমণ রোধে কঠোর প্রবেশ নীতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অস্থায়ী এবং পরিস্থিতি পর্যালোচনার পর এতে পরিবর্তন আনা হতে পারে। তবে, যেসব নাগরিক আগে থেকেই বৈধ ভিসা নিয়ে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -