কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র, শিক্ষক ও বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যা ৭টায় পৌর মার্কেটস্থ আইডিইবি পটুয়াখালী জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী পিন্টু তালুকদার এর সঞ্চালনায় ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা আজকের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে শান্তিপুর্ন ভাবে ফেরার পথে যে সকল সদস্য ডিপ্লোমা প্রকৌশলীদের গ্রেফতার করা হয় বিনা শর্তে তাদের মুক্তি দাবী করেন। বক্তারা আরও বলেন ১৯৭৮ সালে তৎকালীন সামরিক প্রশাসক মরহুম রাস্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন ডিপ্লোমা প্রকৌশলীদের দাবী আমলে নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তাদের সুপারিশ ক্রমে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য উপ সহকারী প্রকৌশলী পদ তৈরী করেন। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে উপ সহকারী প্রকৌশলীরা পদোন্নতি পাবে বলে প্রজ্ঞাপন জারি করেন। ৪দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপ সহকারী প্রকৌশলী পদ কে দ্বিতীয় শ্রেনীতে উন্নত করেন। প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে কিছু কুচক্রী মহল একটি মিমাংসিত বিষয়কে বিতর্কিত করতে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সভা থেকে ষড়যন্ত্রের প্রতিবাদ করে বক্তারা বলেন সারা বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীরা ২৪জুলাই বিপ্লবে যেমন বুক চেতিয়ে দিয়ে অনেক ভাইয়েরা শহীদ হয়েছে সে প্রকৌশলীরাও নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রয়োজনে এ ষড়যন্ত্র নসাৎ করতে রাজপথে বুক চেতিয়ে দাঁড়াতে মোটেই পিছপা হবে না।
সভায় সকল সদস্য প্রকৌশলীদের কাঁধে কাঁধ মিলেয়ে রাজপথে নামার প্রস্তুত থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী প্রকৌশলী নাজমুল আহসান মুন্না, পলিটেকনিক এর শিক্ষক প্রকৌশলী ইব্রাহীম, পল্লী বিদুৎ এর প্রকৌশলী আল আমিন সুমন, পাওয়ারগ্রীড এর প্রকৌশলী হাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশলের প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম নাহিদ, প্রকৌশলী ইব্রাহীম খলিল, প্রকৌশলী হুমায়ন কবির সোহাগ, প্রকৌশলী সাব্বির হোসেন অভি, ছাত্র প্রতিনিধি মোঃ মারুফ হাওলাদার, সিয়াম হোসেন, মোঃ জুয়েল খন্দকার, মোঃ রাশাদুল, মোঃ জাহিদুল ইসলাম,মেহেদী হাসান, ইমরান, রিশাদ সহ প্রায় অর্ধশত ছাত্র, শিক্ষক ও পেশাজীবী নেতৃবৃন্দ।