BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনে হাজী রাশেদ-আবুল হোসেন’ পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

 

আগামী ৩০ আগষ্ট, ২০২৫ইং অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটি’র (২০২৫-২০২৭ইং) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সম্মিলিত ব্যবসায়িক ঐক্য ফোরাম আয়োজিত ‘হাজী রাশেদ-আবুল হোসেন’ পরিষদের ১৯শে আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রার্থী পরিচিতি সভায় আগত সম্মানিত সকলকে এই প্যানেলের পক্ষ থেকে সকন ভোটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

 

হাজী মোঃ রাশেদ এবং মোঃ আবুল হোসেন খাঁন এর আগেও একবার এই সংগঠনকে পরিচালনার করার দায়িত্ব লাভ করেছিলেন। তাঁরা পবিত্র এই দায়িত্ব’কে অত্যন্ত স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত করে এসেছেন। তাঁদের দায়িত্ব পালনকালীন সময়েই বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের কাছ থেকে টিও (ট্রেড অর্গানাইজেশন) লাইসেন্স লাভ করে। এরপর ক্ষমতা থেকে সরে এসে অর্থাৎ কমিটি’র বাইরে এসেও তাঁরা এসোসিয়েশনকে এনে দিয়েছেন ঢাকার প্রাণকেন্দ্রে প্রায় কয়েক কোটি টাকা মূল্যের স্বপ্নের নিজস্ব একটা ঠিকানা।

আগামী ৩০ আগষ্ট, ২০২৫ইং অনুষ্ঠিতব্য নির্বাচনে আপনার মূল্যবান ভোট’টি দিয়ে ‘হাজী রাশেদ আবুল হোসেন’ পরিষদের প্যানেল’কে জয়যুক্ত করলে তাঁরা আগামী দুই বছর সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করার প্রতিশ্রুতি দিয়েছেন,

 

 ইশতেহার গুলো হচ্ছেঃ

 

১। বাণিজ্য মন্ত্রনালয়ের বাণিজ্য সংগঠন থেকে অনুমোদন নিয়ে এসোসিয়েশনের জন্য একটা গঠনতন্ত্র তৈরী করা।

২। এসোসিয়েশনের সম্মানিত সদস্যদের ডাটাবেজ তৈরী করে সবার জন্য ডিজিটাল আইডি কার্ড নিশ্চিত করা।

৩। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সম্মানিত সদস্যদের এসোসিয়েশনের আয়-ব্যয়ের মাসিক হিসাব জানিয়ে দেয়া।

৪। তালিকাভুক্ত অডিট ফার্ম নিয়োগের মাধ্যমে এসোসিয়েশনের বার্ষিক আয়-ব্যয়ের হিসেবে স্বচ্ছতা আনা।

৫। দেশী-বিদেশী ক্লাইন্টদের কাছে সংগঠনকে তুলে ধরার জন্য প্রথম ৩ মাসের মধ্যে ওয়েব সাইট তৈরী করা।

৬। অনুমতি ছাড়া একজন সদস্যের বোর্ডে যখন-তখন রাজনৈতিক নেতাদের বিজ্ঞাপন প্রচার স্থায়ীভাবে বন্ধ করা।

৭। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একজনের বিলবোর্ডের আগে আরেকজন বিলবোর্ড বসানো বন্ধ করা।

৮। সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সংগে সংলাপ করে হোল্ডিং এবং ডিসপ্লে- ট্যাক্স সহনশীল পর্যায়ে আনা।

৯। দেশের সকল বৈধ বিলবোর্ড ব্যবসায়িদের এসোসিয়েশনের ছায়াতলে নিয়ে এসে সংগঠনের সদস্য করা।

১০। এসোসিয়েশনের সদস্য নয়, এমন কেউ যাতে ট্যাক্স রেয়াত সুবিধা ভোগ করতে না পারে- তার ব্যবস্থা করা।

১১। এসোসিয়েশনের এডভাইজারী কমিটি এবং শৃঙ্খলা কমিটি’র ক্ষমতা বৃদ্ধি করে সংগঠনের যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির প্র মোকাবেলা করা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »