BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাউফলে ধানের শীষের প্রার্থী নিয়ে বিএনপিতে উত্তেজনা

পটুয়াখালী প্রতিনিধি।।

 

 

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা ঘিরে বিএনপির স্থানীয় রাজনীতিতে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মনোনয়ন প্রকাশের পর থেকেই উপজেলা ও পৌর বিএনপি এবং ১৫ নেতাকর্মীরা মশাল মিছিল, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
রবিবার বিকেল ও সন্ধ্যায় শহীদুল আলম তালুকদারের বিরুদ্ধে পৃথকভাবে মিছিল করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন-১৯৯১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নেওয়ায় শহীদুল আলম তালুকদার দলীয় ঐক্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রার্থী।
স্থানীয় সূত্র জানায়, বাউফলের বিএনপি তিনটি অংশে বিভক্ত-একটি অংশের নেতৃত্বে আছেন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, অন্যটির নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার একে এম ফারুক আহমেদ তালুকদার, আর ছোট একটি অংশে আছেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার। যদিও মুনির হোসেন ও ফারুক আহমেদ মাঠে সক্রিয় নন, তাদের অনুসারীরা বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন। মুনিরপন্থীদের নেতৃত্বে আছেন আব্দুল জব্বার মৃধা ও আপেল মাহমুদ ফিরোজ; ফারুকপন্থীদের নেতৃত্বে হাজী পলাশ।
গত শনিবার থেকে আজ সকাল পর্যন্ত বিক্ষোভ-অবস্থান অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে কেন্দ্রীয় হাইকমান্ডের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান।
অন্যদিকে, বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার বলেন, দল আমাকে দায়িত্ব দিয়েছে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »