গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা মধ্যপাড়ার সাধু বাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। সোমবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন গাজীপুর মহানগরীর চন্দন এলাকার মোহাম্মদ নুরুল আফসারের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম (১৯), মোহাম্মদ মিঠু মিয়ার ছেলে মোঃ রিফাত হাসান (১৯), মৃত আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ শরীফ হোসেন (১৯), এবং ময়মনসিংহের গৌরীপুর জেলার চড়াববোনা এলাকার শহীদের ছেলে মোঃ নাজিম হোসেন (১৯)।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ জানান, পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি হাসুয়া, ১টি চাপাটি ও ১টি ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।