BMBF News

বিজয় দিবস উপলক্ষে পবিপ্রবিতে আলোচনা সভা

জাহিদুল ইসলাম দুমকি,প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্বিবিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. জাহিদ হোসেন।

প্রধান অতিথি’র বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীন দেশে বাস করছি। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।