পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার কাজের জন্য বসানো অস্থায়ী আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আদালতের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) চিফ প্রসিকিউটর, এডিশনাল অ্যাটর্নি জেনারেল আলহাজ্ব মো. বোরহান উদ্দিন, বিচারক এবং আসামি পক্ষের আইনজীবীরা বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এজলাস কক্ষ পরিদর্শন করেন।
তিনি গণমাধ্যমকে জানান, “এজলাস কক্ষে আদালত পরিচালনার মতো পরিবেশ আর নেই। নতুন করে কোথায় ও কবে আদালত বসবে, তা এখনো নির্ধারণ হয়নি। আমরা দুই পক্ষ কথা বলে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শুরু করার চেষ্টা করবো।”
বুধবার (৮ জানুয়ারি) রাত থেকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। বৃহস্পতিবার সকাল থেকে তারা বকশী বাজার মোড় থেকে মাদ্রাসার সামনের সড়ক অবরোধ করে রাখেন। সড়কে যান চলাচল বন্ধ এবং আশপাশের এলাকায় যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন ধরিয়ে দেয়। এতে এজলাস কক্ষ পুরোপুরি পুড়ে যায়।
২০০৯ সালের পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই বিদ্রোহের বিচার কাজের জন্য আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত স্থাপন করা হয়। তবে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই মাঠে আদালত বসানোর বিরোধিতা করে আসছেন।