BMBF News

বিদ্যুৎ সরবরাহ কমাল আদানি পাওয়ার, বকেয়া আদায়ে চাপ বাড়ল

বাংলাদেশের কাছে ৮৫ কোটি ডলারের বকেয়া আদায়ে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়েছে ভারতের বেসরকারি বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার। বৃহস্পতিবার থেকে কোম্পানিটি বাংলাদেশে ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিবি) ও বিপিডিবির কর্মকর্তারা।

ঝাড়খণ্ডের গড্ডায় ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ করলেও, বকেয়া আদায়ে চাপ সৃষ্টি করতে একটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের চলমান লোড শেডিংয়ের পরিমাণও বেড়েছে।

বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আমরা ধাপে ধাপে বকেয়া পরিশোধ করছি। তবে কেউ যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, তার বিকল্প ব্যবস্থাও নেব।”