BMBF News

বেগমগঞ্জে জুমা পড়ে ফেরার পথে বিএনপি কর্মীকে গুলি ও গলা কেটে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে এবং পরে গলা কেটে কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) নামে এক বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।

কবির হোসেন সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপির ওয়ার্ড পর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়রা জানায়, কবির হোসেন শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ির পথে রওনা হন। এ সময় মুখোশ পরা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে তার ওপর হামলা চালায়। প্রথমে কবিরকে লক্ষ্য করে গুলি করা হয়, যা তার মাথায় লাগে। এরপর দুর্বৃত্তরা তার বাম পায়ের রগ এবং গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ-আল-ফারুক জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও দোষীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।