নিজস্ব প্রতিবেদকঃ
বেলাপোল স্থলবন্দরের ৩১ নম্বর ইয়ার্ড কাঁচামালের তিন জন সিএনএফ সিন্ডিকেটের মাছ ও ফলের রাজস্ব ফাকির বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে আসা মেসার্স মা ট্রেডাস স্বত্বাধাকারী মোঃ এস আর সাঈদ এক জন বড় মাপের বেনাপোল মাছ ও ফলের সিন্ডিকেটার।
বেনাপোল স্থল বন্দরের সিএন্ডএফ তিন ব্যাপসায়ী সাথে সাঈদ এর সিন্ডিকেটের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয় এতে রাগে আসাদ সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেন সাঈদ।
তা ছড়া এই সাঈদের নামে শিশু ধর্ষণের মামলা রয়েছে।
সে কিছুদিন আগে ৯ বছবের এক মেয়ে বাচ্চাকে ধর্ষণ করে। পরবর্তীতে বাচ্চার মা সাঈদের নামে চট্টগ্রাম মডেল থানায় একটি মামলা করে।