ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার মহাজীবনের অবসান হলো। বুধবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার রতন টাটা তার স্বাস্থ্য অবনতির গুজব উড়িয়ে দিলেও দুই দিনের মাথায় তিনি চিরবিদায় নেন। টাটা গ্রুপের মূল কোম্পানি টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে রতন টাটার মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং তার মহান কর্মজীবন ও জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন।
রতন টাটা ছিলেন টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান, যিনি তার জীবনজুড়ে আয়ের ৬৫ শতাংশ দান করেছেন জনকল্যাণে। তার অবদানের ফলে ভারতের ব্যবসা বিশ্বব্যাপী প্রসারিত হয় এবং ভারতের আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদান অবিস্মরণীয়। টাটা গ্রুপের অধীনে তিনি টেটলি চা, কোরাস স্টিল, এবং জাগুয়ার-ল্যান্ড রোভার এর মতো কোম্পানির অধিগ্রহণে নেতৃত্ব দিয়েছেন।
তার মৃত্যুতে ভারতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন শিল্পপতি, বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন।