BMBF News

ভারতে পুলিশি পাহারায় ভাঙা হলো ১৮০ বছরের পুরোনো মসজিদের একাংশ

উত্তর প্রদেশের ফতেহপুরে ১৮০ বছরের পুরোনো নূরি জামে মসজিদের একটি অংশ ভেঙে ফেলেছে স্থানীয় প্রশাসন। অভিযোগ করা হয়েছে, মসজিদটি বান্দা-ফতেহপুর সড়কের ওপর অবৈধভাবে নির্মিত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই ভাঙা কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তার উন্নয়ন ও নর্দমা নির্মাণের কাজ শুরু করতে আগেই দখল অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। মসজিদ কমিটি প্রতিকার চেয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করলেও শুনানি শুরু হওয়ার আগেই ভাঙা কার্যক্রম সম্পন্ন হয়।

ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অবিনাশ ত্রিপাঠি জানান, যে অংশটি ভাঙা হয়েছে তা গত তিন বছরে নির্মিত হয়েছিল। মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে। গণপূর্ত বিভাগের নির্দেশে রাস্তা ও নর্দমা নির্মাণের কাজে বাধা সৃষ্টি করা দখলদারি অপসারণে এই পদক্ষেপ নেয়া হয়।

ত্রিপাঠি আরও বলেন, “গণপূর্ত বিভাগ গত আগস্ট মাসে ১৩৯ জনকে নোটিশ দিয়েছিল, যার মধ্যে মসজিদ কমিটিও ছিল। তাদের দখলকৃত স্থান সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে মসজিদ কমিটি অংশ সরানোর প্রতিশ্রুতি দিয়েও তা করেনি।”

মসজিদ ভাঙার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। প্রশাসনের সহায়তায় গণপূর্ত বিভাগ এই কার্যক্রম পরিচালনা করে। তবে ভাঙার সময় কোনো ধরনের বিক্ষোভ বা প্রতিবাদ দেখা যায়নি। এই ঘটনায় স্থানীয় মুসলিম সমাজে হতাশা তৈরি হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে বৈষম্যমূলক বলেও অভিযোগ উঠেছে।