BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মস্কোর কাছে রুশ সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে একটি সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বিমানে থাকা সাতজনই নিহত হয়েছেন। মঙ্গলবার ইভানোভো জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট সিরিজের, যা মূলত কার্গো পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর সেটি মেরামত করা হয়েছিল। এরপর মেরামতের কার্যকারিতা যাচাই করতে একটি পরীক্ষামূলক ফ্লাইট বা টেস্ট ফ্লাইটে বের হওয়ার পরপরই দুর্ঘটনাটি ঘটে। সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং এটি মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ইভানোভো জেলার একটি নির্জন এলাকায় আছড়ে পড়ে।

ঘটনাস্থলটি জনবসতিপূর্ণ না হওয়ায় মাটিতে থাকা সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিমানে থাকা সকল আরোহী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্তের কাজ শুরু হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »