নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা অর্পণ করেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি লায়ন মোঃ দেলোয়ার হোসেন।
একুশে ফেব্রুয়ারি সকালে লায়ন মোঃ দেলোয়ার হোসেন ঢাকা মহানগর মৎস্যজীবী লীগের সকল নেতাকর্মীদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে জাতীয় শহীদ মিনারের ফুলের শ্রদ্ধা অর্পণ করেন।
এর আগে একুশে ফেব্রুয়ারির রাত ১২.১ মিনিটে জাতীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ফুলের শ্রদ্ধা অর্পণ করেন। সকালে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের তাছাড়া মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক আজগর লস্কর ফুলের শ্রদ্ধা অর্পণ করেন।
জাতীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধেয় অর্পনের পরে লায়ন মো: দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,
১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার জন্য রফিক জব্বার শফিক সহ দেশের দামাল ছেলেরা বুকেরতাজা রক্ত ঝরিয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা স্বীকৃতি দিয়েছেন। আর তাদের জন্য আজ আমরা পেয়েছি বাংলা ভাষাকে।