মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ
নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মা ইলিশ শিকারের দায়ে দুজন জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
রোববার (১২ অক্টোবর) ভোরে দুমকী উপজেলার বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য বিভাগ ও পুলিশ।
আটক দুজন হলেন—বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারগোল এলাকার সোহাগ হাওলাদার (৩২) ও সাগর হাওলাদার (২৪)।
পরে বেলা ১০টার দিকে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন।