BMBF News

‘মুনাফেকি’ ছাড়া জামায়াত আর কিছু করেনি: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেছেন, দলটি ‘মুনাফেকি’ ছাড়া আর কিছু করেনি।

বুধবার বিকালে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “বিএনপি কখনো জামায়াতে ইসলামীর সমর্থন নেয়নি। শেখ মুজিবুর রহমানের সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। পরে বিএনপি সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা দেখেছি, এই দলটির একমাত্র চরিত্র হলো মুনাফেকি।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে শত-সহস্র যুবক জীবন দিয়েছে শেখ হাসিনার দানবীয় শাসনের বিরুদ্ধে। অথচ জামায়াত আওয়ামী লীগের সবকিছু মাফ করে দেওয়ার কথা বলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “শুধু টাকা আত্মসাতের জন্য পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্প নিয়েছে সরকার। আদানির কাছ থেকে বেশি দামে বিদ্যুৎ কেনার পিছনেও ছিল শেখ হাসিনার উৎকোচ নীতি।”

সভায় সভাপতিত্ব করেন তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি সামসুর রহমান মিন্টু। এছাড়া বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।