মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন। যাত্রীবাহী বাসটিকে পেছন থেকে একটি ট্রাক্টর ট্রেইলার ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানায়, শনিবার (২৬ অক্টোবর) বাসটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত রাজ্য চিহুয়াহুয়ার চিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। পথে জাকাতেকাস মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ২৪ জন নিহতের খবর পাওয়া গেলেও পরবর্তীতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিস প্রকৃত নিহতের সংখ্যা ১৯ বলে নিশ্চিত করে। দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তবে তার আগেই ট্রাক্টর ট্রেইলারের চালককে গ্রেপ্তার করা হয়েছে।