BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মে মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা পটুয়াখালীর দুমকী উপজেলা

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরের মে মাসে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে পটুয়াখালী জেলার দুমকী উপজেলা। শূন্য থেকে ০১ বছর বয়সী শিশুদের ওপর এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মে মাসে দুমকী উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্য মাত্রা ছিল ১২৮টি। তবে এ লক্ষ্য মাত্রা প্রায় তিন গুন অর্জন হয়েছে।  এ মাসে   দুমকী উপজেলার জন্ম নিবন্ধন হয়েছে ৩৮৩টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৫টি। অর্জিত হয়েছে ১০৪টি। শতাংশের হিসাবে এ উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ২৯৯ শতাংশ। মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ২৯৭ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ২৯৮ শতাংশ।  যা সারা দেশের মধ্যে শীর্ষ স্থানে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন প্রতিবেদককে বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারা দেশে পটুয়াখালীর দুমকী উপজেলা প্রথম হয়েছে, এটা আমাদের জন্য গর্বের। এ কার্যক্রম সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা। সরকারের এ গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে করতে আমরা বদ্ধপরিকর।’
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, এ অর্জন উপজেলার সকলের ‘শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি পাওয়া সত্যি আনন্দের। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি মূলত টিম লিডার হিসেবে কাজ করেছি। এ কাজে বিশেষভাবে সহায়তাকারী ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখতে চেষ্টা রাখবো।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »