BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

যক্ষ্মায় ভুগে মারা গেল গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সর্বশেষ জিরাফটি যক্ষ্মায় (টিবি) আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্য দিয়ে পার্কটি এখন জিরাফশূন্য হয়ে পড়ল। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জিরাফটি মারা গেলেও পার্ক কর্তৃপক্ষ শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, জিরাফটি দীর্ঘদিন ধরে যক্ষ্মায় ভুগছিল। এর চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তবে বোর্ডের সব প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার পার্কের ভেতরেই জিরাফটি মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে পার্কের ভেতরেই সেটিকে মাটি দেওয়া হয়।

এ ঘটনায় পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পার্ক সূত্রে জানা যায়, ২০১৩ সালে পার্কটি প্রতিষ্ঠার পর দক্ষিণ আফ্রিকা থেকে দুই দফায় ১০টি জিরাফ আনা হয়েছিল। আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জিরাফগুলো আমদানি করা হয়। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে পার্কে আরও চারটি জিরাফের জন্ম হয়। তবে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কয়েকটি জিরাফ মারা যায়। সর্বশেষ এই স্ত্রী জিরাফটি বেঁচে ছিল, যার মৃত্যুর মধ্য দিয়ে পার্কটি জিরাফশূন্য হলো।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »