জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
মহানগরীর নিরাপত্তায় গত ২৪ ঘণ্টায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালিত হয়েছে। এতে ১৮৮ জনকে গ্রেপ্তার এবং ৬৭টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় দুই পালায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম কাজ করে। টহল টিমগুলোর মধ্যে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালিত হয়।
আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে ১৮৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছয়জন ডাকাত, ২২ জন ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, সাতজন চোর, ২০ জন মাদককারবারি, ৩০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী রয়েছে। অভিযানে একটি পিস্তলের ম্যাগাজিন, তিনটি চায়নিজ কুড়াল, দুটি স্টিলের চাকু, একটি হ্যাকসো ব্লেড, একটি সার্কিট ব্রেকার, তিনটি চাবি, একটি চাবির রিং, একটি ব্যাগ, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৭টি মামলা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।