BMBF News

রামপুরায় নবদম্পরি ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর রামপুরায় মাটির মসজিদ এলাকার একটি বাসা থেকে দুই মাস আগে বিবাহিত দম্পতি মো. জুবায়ের (২১) ও মাইসা খাতুনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন জানান, ব্যবসায়ী জুবায়ের তার স্ত্রী মাইসাকে নিয়ে রামপুরার ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার সকালে স্থানীয়রা বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হলে থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে জুবায়েরকে ফ্যানের সঙ্গে এবং মাইসাকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

জানা গেছে, জুবায়ের ও মাইসার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং দুই মাস আগে তারা বিয়ে করেন। শনিবার ভোরে জুবায়ের তার এক চাচাতো ভাইকে ফেসবুক মেসেঞ্জারে একটি খুদে বার্তা পাঠান, যেখানে তার অর্থ বিনিয়োগের বিষয়টি উল্লেখ ছিল। পরে সেই চাচাতো ভাই বিষয়টি পুলিশকে জানান।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।