BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাষ্ট্রীয় শোক দিবসে- পায়রা সেতুর টোলপ্লাজায় জাতীয় পতাকা উত্তোলন না করায়  ক্ষোভ

 কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

রাষ্ট্রীয় শোক দিবসে লেবুখালী  পায়রা সেতুর টোলপ্লাজার প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পতাকা উত্তোলন না করার কারণ জানতে চাইলে দায়িত্বরত কর্তা ব্যাক্তিদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।
গতকাল বেলা ১১টার দিকে টোলপ্লাজার সামনে থাকা পতাকা স্ট্যান্ডটি পতাকাশূন্য দেখা যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং কর্তব্যরতদের কাছে জানতে চান কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
অভিযোগ রয়েছে, এ সময় টোলপ্লাজায় দায়িত্বে থাকা সিষ্টেম এনালিস্ট মো. নেছার উদ্দিন ও হিসাব সহকারী মমিন নামের দুই ব্যক্তি সাংবাদিক ও স্থানীয়দের সাথে অশোভন আচরণ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা জানান, ঘটনাটি তাঁর নজরে এসেছে। তিনি সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী প্রতিবেদককে বলেন বিষয়টি এই মাত্র অবহিত হলাম, সরকারের যে কোন নির্দেশনা প্রতিপালন করা সরকারী দায়িত্বের মধ্যেই পরে। আমি কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি তারা ব্যবস্থা নিবে। উল্লেখ
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করেন অর্ন্তবর্তিকালীন সরকার।

 

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »