BMBF News

লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু

১৩

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের জনগণকে হুঁশিয়ারি দিয়েছেন, তারা যেন গাজার মতো ধ্বংস এড়াতে হেজবুল্লাহকে বিতাড়িত করে। গতকাল মঙ্গলবার নেতানিয়াহু এই হুঁশিয়ারি দেন, যখন ইসরায়েল হেজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান আরও জোরদার করেছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) দাবি করেছে, হেজবুল্লাহর এক নেতাকে হত্যা করা হয়েছে। তবে আইডিএফ পরবর্তীতে নিশ্চিত করতে পারেনি ওই নেতার মৃত্যুর খবর।

তিন সপ্তাহের সংঘাতে লেবাননে ১,৪০০ জন নিহত ও ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হেজবুল্লাহ এখনো প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালাচ্ছে।