BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

লোহালিয়া নদীতে ভাসছে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত লাশ

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়ার বটতলা এলাকায় লোহালিয়া নদীর তীরে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশ কে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দুমকি থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ পাহারায় রাখে এবং নৌ-পুলিশকে অবহিত করে।

দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থল লোহালিয়া নদীর তীরে হওয়ায় বিষয়টি নৌ-পুলিশের দায়িত্বাধীন। তাদের খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছানোর অপেক্ষায় আছেন।

দুমকি থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম বলেন এই মাত্র নৌপুলিশ টিম এসেছে। তবে দুই দিন আগে ভুরিয়া ইউনিয়নের নাঈম মোল্লা নামে এক কিশোর হারানো গিয়াছে, তার অভিভাবক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে নাঈমের লাশ বলে জানিয়েছেন, অভিভাকরা আসতেছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -