BMBF News

শাহজালাল বিমানবন্দরের পাশে ঝুঁকিপূর্ণ ৬ ভবন ভাঙা হচ্ছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থিত প্রিয়াংকা হাউজিংয়ের ছয়টি ভবন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ভবন অনুমোদিত উচ্চতার বাইরে নির্মিত হওয়ায় ফ্লাইট ওঠা-নামায় ঝুঁকি তৈরি করছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, এসব ভবনের বর্ধিত অংশ অনুমোদনহীন। এরই মধ্যে সিভিল এভিয়েশন ভবনগুলো ভাঙতে কমিটি গঠন করেছে।

প্রিয়াংকা হাউজিংয়ের ১ নম্বর রোডের ৯ নম্বর প্লটের ভবনের অনুমোদন ছিল তিন তলার, অথচ নির্মাণ করা হয়েছে সাত তলা। একইভাবে ১৩ নম্বর প্লটের ভবন চার তলার অনুমোদন নিয়ে নির্মিত হয়েছে আট তলা। এ ছাড়া ২৬, ৩০, ৩৬ এবং ৫১ নম্বর প্লটের ভবনগুলোতেও অনুমোদনের বাইরে নির্মাণ হয়েছে।

সিভিল এভিয়েশন জানায়, রানওয়ের পাশে অবস্থিত এসব ভবন ফ্লাইট নিরাপত্তার জন্য বড় সংকট সৃষ্টি করছে। বিশেষত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে ঝুঁকির মাত্রা আরও বাড়বে।

এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের বেবিচক সদস্য এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক বলেন, “বড় এয়ারলাইনস কোম্পানিগুলো নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ হারাবে। এটি দেশের রাজস্ব এবং অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এজন্য এসব ভবন দ্রুত ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে।”

রানওয়ের পাশে ঝুঁকিপূর্ণ ১৩টি ভবন চিহ্নিত করেছে রাজউক। এসব ভবনের অনুমোদনহীন অংশ ভাঙার কাজ চলছে। এ ছাড়া প্রিয়াংকা হাউজিংয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম জানান, “প্রিয়াংকা হাউজিংয়ের অনুমোদনহীন অংশ ভাঙা শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ অংশে নতুন কোনো নির্মাণকাজও বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রিয়াংকা হাউজিং ছাড়াও উত্তরার কলাবতী ভবন এবং খিলক্ষেতের সোহাগ ভিলাসসহ আরও সাতটি স্থাপনা চিহ্নিত করা হয়েছে, যেগুলো অনুমোদিত নকশার বাইরে নির্মিত হয়েছে।