BMBF News

শিক্ষার্থীদের বিক্ষোভে ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে আগামী ২৪শে জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এই ঘোষণা দেন।

এর আগে এদিন সকালে ২২ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। শিক্ষা উপদেষ্টা জানান, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রত্যেকটিকেই যৌক্তিক বলে মনে করছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ীদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে মঙ্গলবার সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ শুরু করে।

তাদের দাবিগুলোর মধ্যে ছিল:
দুর্ঘটনায় নিহত ও আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা।
নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা।
শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য দায়ী সেনা সদস্যদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা।
বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করা।
জনবহুল এলাকায় বিমানের প্রশিক্ষণ বন্ধ করা।

পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মাইলস্টোন কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। আইন উপদেষ্টা জানান, কলেজে একটি তথ্যকেন্দ্র খোলা হয়েছে যেখানে হতাহতদের সবশেষ তথ্য পাওয়া যাবে।
তবে, উপদেষ্টাদের আশ্বাসের পরও শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখে এবং এক পর্যায়ে দুই উপদেষ্টাকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।