মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ব্যক্তিগত উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছেন দৈনিক আজকালের খবর ও সংবাদ সারাবেলার পটুয়াখালী জেলা প্রতিনিধি এবং পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহিন খান।
শুক্রবার ( ৬ ডিসেম্বর ) বিকেল ৩ টায় পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের নিজ বাড়িতে নানা বয়সী নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র কম্বল বিতরণকালে সাংবাদিক শাহিন খানের বাবা দুলাল খান,চাচা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নূর মোহাম্মদ খান,অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলম খান এবং তার পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য শাহিন খান কম্বল বিতরণকালে বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
কম্বল বিতরণের মাধ্যমে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘর হবে বলেও মনে করেন তিনি।