BMBF News

সংস্কারের কথা বলে সব দীর্ঘায়িত করা ষড়যন্ত্র কিনা দেখতে হবে: তারেক রহমান

“কিছু মানুষ সংস্কার সংস্কার বলে সব প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে” মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেখতে হবে এটি কোনো ষড়যন্ত্র কি না”।

বুধবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

মি. রহমান বলেন, “জনগণের শাসন নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”

“দীর্ঘায়িত করা হলে দেশে সমস্যা বাড়বে,” বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, শেখ হাসিনাসহ আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে।

“যদি বিচার না করা হয়, তাহলে গুম-খুনের সাথে জড়িতরা উৎসাহিত হবে। বিচারের মাধ্যমেই আইনের শাসন নিশ্চিত করতে হবে,” যোগ করেন তিনি।