BMBF News

সঠিক আদর্শের অভাবে তরুণদের আত্মত্যাগ ব্যর্থ হচ্ছে: হেযবুত তওহীদের এমাম

নিজস্ব প্রতিবেদক:
“এদেশের প্রতিটি বিপ্লব-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে তরুণ ছাত্রসমাজ। তাদের রক্তের বিনিময়ে জালিম শাসকের পতন হলেও সেই আত্মত্যাগের ফসল ঘরে তুলতে পারেনি তারা। আদর্শের শূন্যতার সুযোগে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল তরুণদের অর্জনকে পুঁজি করে লাভবান হয়েছে।”

শনিবার ঢাকায় আয়োজিত এক ছাত্র সম্মেলনে এ কথা বলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা’ শীর্ষক কেন্দ্রীয় ছাত্র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেযবুত তওহীদের এমাম বলেন, “তরুণদের সামনে এখন কোনো আদর্শ নেই। এই শূন্যতার সুযোগ নিয়ে একেকটি গোষ্ঠী তাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এই পরিস্থিতিতে হেযবুত তওহীদ তরুণদের সামনে মহান সৃষ্টিকর্তাপ্রদত্ত সেই আদর্শ তুলে ধরছে, যা প্রতিষ্ঠার মাধ্যমে রাসুলুল্লাহ (স.) আরবের জাহেলি সমাজকে বদলে দিয়েছিলেন।”

তিনি আরও বলেন, ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই সমাজে শান্তি, সাম্য, সুশাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠার এই লড়াইয়ে তরুণ সমাজকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অন্যথায় এই জাতি যে তিমিরে আছে, সেই তিমিরেই পড়ে থাকবে।”

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আয়োজক ও অতিথিবৃন্দের বক্তব্য। খাবারের বিরতির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, সমবেত সংগীত, জারি গানসহ নানা পরিবেশনায় মিলনায়তন মুখরিত হয়ে ওঠে। পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি রাদ উল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীলরা। এছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ের ছাত্র সমন্বয়করা সম্মেলনে উপস্থিত ছিলেন।