BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সম্মেলনই পারে একটি দলকে শক্তিশালী করতে : লায়ন মোঃ দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক :

 

একটি ভালো সম্মিলনই পারে একটি দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে। মতিঝিল ও পল্টন থানা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি লায়ন মো: দেলোয়ার হোসেন এ কথা বলেন।

২৪ শে জুন সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রিয়া সংস্থা মিলনায়তনে মতিঝিল ও পল্টন থানার ত্রি বার্ষিক সম্মেলন প্রতিষ্ঠিত হয়।

লায়ন মো: দেলোয়ার হোসেন আরও বলেন, মতিঝিল ও পল্টন রাজধানীর একটি রাজনৈতিক মুখ্য স্থান। এই থানাগুলোতে ত্যাগী কর্মীদেরকেই সভাপতি এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হবে।

আগামী সংসদ নির্বাচনে মতিঝিল ও পল্টন থানা মৎস্যজীবীলী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দরাই বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় আবার সরকার গঠন এবং প্রধানমন্ত্রী হাতে আরো শক্তিশালী গরে তুলবে বলে মনে করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -