BMBF News

সাংবাদিককে হুমকি ও মানহানিকর পোস্ট করায় প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি: 

 

 

 

 পটুয়াখালীর দুমকিতে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেনকে হুমকি প্রদান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য দিয়ে পোস্ট দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব দুমকি।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সাংবাদিক দেলোয়ার হোসেন চয়বয়ড়ায় একটি দোকানে চুরির ঘটনা কাভার করতে গেলে উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার তাকে লাঞ্ছিত করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক দেলোয়ার হোসেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কিন্তু ঘটনার পর থেকে বহিষ্কৃত ছাত্রদল নেতা গোলাম সরোয়ারের পক্ষ নিয়ে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক দেলোয়ার হোসেনের ছবি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। প্রেসক্লাব দুমকি বিষয়টি নজরে এনে বলেছে—এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকদের মানহানি করার উদ্দেশ্যেই করা হচ্ছে।

প্রেসক্লাবের সদস্যরা বলেন, এর আগেও সাংবাদিক দেলোয়ার হোসেন পেশাগত দায়িত্ব পালনের কারণে বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্রলীগ নেতাদের হাতে তিনি লাঞ্ছিত হন এবং একাধিক মামলার আসামী হন। নতুন বাংলাদেশেও যারা তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছে, তারা আসলে নব্য ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে।

প্রেসক্লাব দুমকি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাংবাদিক দেলোয়ার হোসেন বা অন্য কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না। যারা এরকম অপতৎপরতায় যুক্ত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে প্রেসক্লাবের নেতারা স্মরণ করিয়ে দেন, গত বছরের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে প্রেসক্লাব দুমকির সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলনের সংবাদ প্রচার করেছিলেন। সেই সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় প্রেসক্লাব কার্যালয় ভাঙচুর হয় এবং একাধিক সাংবাদিক আহত হন। আন্দোলনের সময় সাংবাদিক দেলোয়ার হোসেনের নামও রাজনৈতিক মামলায় জড়ানো হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন জানান, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রেসক্লাবের সাধারণ সভায় এই বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা সত্য প্রকাশে অটল থাকব। যারা মিথ্যা রটনা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।