BMBF News

সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

রাজধানীর সরকারি সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। এই বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে পরিচালিত হবে। রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ ছিল। ৩২ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ১৭ জন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি‌টি’ নামের পক্ষে মত দেন। তবে অন্যরা এই নামের বিপক্ষে ছিলেন এবং ‘ফেডারেল ইউনিভার্সিটি’ নাম প্রস্তাব করেন। শিক্ষার্থীদের মধ্যে ঐক্যমত্য না হওয়ায় ইউজিসি তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেয়। পরে আলোচনা শেষে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম চূড়ান্ত করা হয়।

এর আগে, গত ১৩ মার্চ ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের নামকরণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভার আয়োজনের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত কলেজের জন্য একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করতে ইউজিসির কনফারেন্স রুমে ১৬ মার্চ সকাল ১০টায় সভা অনুষ্ঠিত হবে।