রাকিবুজ্জামান, দশমিনা, পটুয়াখালী:
পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব শাহজাহান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দশমিনা উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাই পঞ্চায়েত ও সঞ্চালনা করেন সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আবুল বশার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মরহুম শাহজাহান খানের সহধর্মিণী ও পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী আনোয়ারা শাহজাহান খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শিপলু খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান,
দশমিনা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সিদ্দিক আহম্মেদ মোল্লা,
সাবেক সহ-সভাপতি মো. বাচ্চু সিকদার,
সাবেক সহ-সভাপতি মো. আলো খান,
সাবেক সহ-সভাপতি মো. ইসমাইল মেলকার,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমীন হাওলাদার,
সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদ মেম্বারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান বক্তা শিপলু খান বলেন,
আমাদের দেশমাতা নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ বলতে গেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ।
আমি আমার বাবাকে হারিয়েছি আমার নেত্রীকে
হাড়ালে আমার ভারসাম্য থাকবে না, আল্লাহ কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন আমার নেত্রীকে সুস্থ করে দেন, আপনারাও আমার নেত্রীর জন্য দোয়া করবেন এ আশা আপনাদের কাছে রাখি।
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন,
“দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা তার পক্ষেই কাজ করব। তবে আমি আপনাদের পক্ষ থেকে দাবিদার—কারণ এ দলের জন্য আন্দোলন, সংগ্রাম, জেল-হামলা–মামলা সবই আমি সয়েছি। আমার বাবা দল ও আপনাদের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন। তাই আশা করি পটুয়াখালী-৩ আসনে দল আমাকে মনোনয়ন দেবে।
আমি যদি দল থেকে মনোনয়ন পাই ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয়ী করব।
প্রধান অতিথি মরহুম শাহজাহান খানের সহধর্মিণী আনোয়ারা শাহজাহান খান বলেন,
“আমার স্বামী পরিবারকে সময় না দিয়ে দল ও জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। আজ আমি আমার ছেলে শিপলু খানকে আপনাদের হাতে তুলে দিলাম। তিনি আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী—আমার বিশ্বাস দল তাকে মূল্যায়ন করবে।”