আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ফারুক খানকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে ঢাকার সেনানিবাস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানান ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তারের বিস্তারিত জানাতে পুলিশ এখনও কিছু জানায়নি। সাম্প্রতিক অর্থ পাচারের অভিযোগে ফারুক খানের পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন দমন-পীড়নের কয়েকটি মামলায়ও ফারুক খান আসামি। সরকার পতনের পর বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতা কারাগারে রয়েছেন।