কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামালের ‘হাওড় রিসোর্ট’-এ হামলা ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মিঠামইন বাজার থেকে শতাধিক মানুষ লাঠিসোটা নিয়ে রিসোর্টের গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা চালান। পরে ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দিয়ে উল্লাস করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন, “শরীফ কামাল তার চাচা রাষ্ট্রপতির প্রভাব খাটিয়ে চেয়ারম্যান হয়েছেন এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে শতকোটি টাকার মালিক হয়েছেন। কিশোরগঞ্জ, মিঠামইন ও ঢাকায় তার বিপুল সম্পদ রয়েছে, যা জ্ঞাত আয়বহির্ভূত।”
স্থানীয়দের দাবি, এসব কারণে তার প্রতি দীর্ঘদিন ধরে অসন্তোষ ও ক্ষোভ জমছিল, যা অবশেষে বিস্ফোরিত হয়েছে।
মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনার পর আমরা বিষয়টি জানতে পারি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।