সিরিয়ায় সহিংসতা বৃদ্ধির মধ্যে গত ৭ মার্চ বিভিন্ন হামলায় ১৬২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।
সংস্থাটির দাবি, সিরিয়ার উপকূলীয় প্রদেশগুলোয় পাঁচটি গণহত্যার ঘটনা ঘটেছে। এসওএইচআর জানিয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত সদস্যরা এসব হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট।
এসওএইচআর প্রকাশিত তথ্যে দেখা যায়, তারতুস অঞ্চলের বানিয়াস শহরে ৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন নারী ও ৫ জন শিশু। লাতাকিয়ায় চারটি পৃথক গণহত্যায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে জাবলেহ এলাকায় ৭ জন, আল-শির গ্রামে ২৪ জন, আল-হাফা শহরে ৭ জন এবং কারফিস গ্রামে ২২ জন নিহত হন।
সংস্থাটি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, সিরিয়ান নিরাপত্তা বাহিনী নিরস্ত্র নাগরিকদের গুলি করে হত্যা করছে।
এসওএইচআর এসব হত্যাকাণ্ডকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশেষ তদন্তকারী দল পাঠানোর আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, এই অপরাধগুলোর দায়মুক্তি ভবিষ্যতে সিরিয়ার রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।