ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে কিসভে শহর ও দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে হামলা চালিয়েছে। স্থানীয় বাসিন্দা, নিরাপত্তা কর্মকর্তা ও সিরিয়া টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।
সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা ও রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মঙ্গলবার রাতে দামেস্ক থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে কিসভে শহরে সামরিক একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ওই কর্মকর্তা।
এছাড়া, দারা প্রদেশের একটি শহরেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এসব হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক লক্ষ্যস্থলগুলোতে হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে অস্ত্রসহ বিভিন্ন সামরিক সদরদপ্তর ছিল বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের মুখপাত্র বলেন, “সিরিয়ার দক্ষিণাঞ্চলকে দক্ষিণ লেবাননের মতো হতে দেওয়া হবে না। এ অঞ্চলে সন্ত্রাসী সংগঠন বা সরকারি বাহিনী নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দামেস্কের বাসিন্দারা ও রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, হামলার সময় তারা নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান ও ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের নিন্দা জানিয়ে সেনা প্রত্যাহারের দাবি তোলার কয়েক ঘণ্টা পরই এসব হামলা চালানো হয়।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বা অন্য কোনো বিদ্রোহী বাহিনীর উপস্থিতি ইসরায়েল মেনে নেবে না।