BMBF News

সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব জানান, ছাত্র-জনতার উপস্থিতিতে ম্যুরাল ভাঙার কাজ চলছে, এরপর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ম্যুরাল ভাঙা হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ বলেন, “আমরা খোঁজ নিচ্ছি।”

এর আগে ৯ জানুয়ারি ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ থেকে তিন দিনের মধ্যে ম্যুরাল সরানোর আল্টিমেটাম দেওয়া হয়েছিল।