সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব জানান, ছাত্র-জনতার উপস্থিতিতে ম্যুরাল ভাঙার কাজ চলছে, এরপর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ম্যুরাল ভাঙা হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ বলেন, “আমরা খোঁজ নিচ্ছি।”
এর আগে ৯ জানুয়ারি ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ থেকে তিন দিনের মধ্যে ম্যুরাল সরানোর আল্টিমেটাম দেওয়া হয়েছিল।